Get Mystery Box with random crypto!

আজকে মিডিয়ায় যে আওয়াজ শুনছেন: হায় হায় আফজ্ঞান নারীদের এখন কী হ | Muhsinah

আজকে মিডিয়ায় যে আওয়াজ শুনছেন: হায় হায় আফজ্ঞান নারীদের এখন কী হবে? প্রতি বছর ১০ লাখ কন্যাভ্রূণ হত্যাকারী, ধর্ষণকে অন্যমাত্রায় নিয়ে গেছে যে দেশ (পুরুষ কুকুর, আইসিইউয়ে ভর্তি ২ মাসের বাচ্চা সব চলে), তারা ও তাগের মিডিয়া আফজ্ঞান নারীদের জন্য নাকের পানি চোখের পানি বহাচ্ছে।

যেন, পুরো দেশের সকল নারী তালব্য-ন দের বিরুদ্ধে। যত শর্ত সব নারী নিয়ে। যত উদ্বেগ সব নারী নিয়ে।মিডিয়ার নিউজ: 'বাজারে হাঁটলাম, কোনো নারী নেই'। '২০ বছরে অর্জিত নারী প্রগতি শেষ'। 'কেউ কি নাই আফজ্ঞান নারীদের পাশে?' নারী জজ-সাংবাদিক, নারী এথলেট-কন্যাশিশুদের আর্তনাদে মিডিয়া ভারী হয়ে আছে।

মুসলিম নারীবাদীরা এতো উদ্বিগ্ন, বিরক্ত হয়ে ফেসবুক কাউকে কাউকে (?) ব্লকও করে দিচ্ছে। আফগানে উৎপাদিত কোকেইন কাঁচামাল (যদি তালব্য-ন লুকিয়ে পালিয়ে কীভাবে চাষ করল, তা বোধগম্য না, জিনদের দ্বারা হতে পারে) বন্ধ করার শর্ত কেউ দিচ্ছে না, দিচ্ছে নারীদের ব্যাপারে ওয়েস্টার্ন দর্শন বজায় রাখার শর্ত।

২০১০ সালে উইকিলিকস ফাঁস করে দিয়েছে। দখলদারির জাস্টিফিকেশন হিসেবে নারীবাদকে ব্যবহার করা হবে। আমরা নারীদের অধিকার দিয়েছি, অতএব আমাদের শাসন জাস্টিফায়েড। নারীদের আমরা দুটো ফুলটাইম জবে আসতে পরোক্ষভাবে বাধ্য করছি, আমাদের নারীনীতি তোমাদের চেয়ে শ্রেষ্ঠ। শাসক হিসেবে আমরাই ভালো।

উপনিবেশী দায়মুক্তি এভাবেই আসে। প্রত্যেক মুসলিম নারীবাদী ও তাদের সিম্প উপনিবেশী প্রভুদের দাবার ঘুঁটি। মনস্তাত্ত্বিক গোলাম। রিডিকিউল করে পচায়ে দেন। রাজাকারের যা প্রাপ্য আরকি।

#prayforafghanwomen
#prayforfeminism
- শামসুল আরেফীন শক্তি